সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নাটোরের নবাগত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার ওসি মিজানুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, বিএডিসি উপ সহকারী প্রকৌশলী শাহ কিবরিয়া মাহবুব তন্ময়, পৌর সভার সচিব আ: মতিন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও গন্যমাধ্যম কর্মী।
নাটোরের জেলা প্রশাসক বলেন, সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধুর।
সোনার বাংলা গড়ার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। জনবান্ধব পুলিশ ও আইনশৃংখলা গঠন করা।
সরকারের পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারী কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।