বার্তা কক্ষ
12th Apr 2023 9:06 pm | অনলাইন সংস্করণ
এমন প্রতিশ্রুতি নিষিদ্ধ হুক
মো: জাহেদুল ইসলাম
মন ভাঙ্গে যারা
জানে না তো তারা
মন ভাঙ্গলে ব্যথা কতটা লাগে।
ঠকায় যারা
জানে না তো তারা
কি যে হারায় তারা।
মুখোশ পড়ে আড়ালে থাকে যারা
জানে না তো তারা
রুপের সৌন্দর্য কাকে বলে।
ভালো না বেসেও যারা
কাউকে ভালোবাসি বলে
তারা সত্যিকারের ভালোবাসা পায় না কখনও খুঁজে।
প্রতিশ্রুতি ভুলে যারা প্রিয়জনকে বদলায়
তারা ভেবে দেখে না কখনো
এভাবে যে বিশ্বাস হারায়।
ভালো থাকার নেশায় যারা
অন্যের ভালো থাকা কেড়ে নেয়
তাদের ভালো থাকা হয় নিয়তির জন্য দায়।