নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন একসময়ের ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাহরিয়ার নাজিম জয়।
অপু বিশ্বাস ও জয় মিলে নির্মাণ করছেন ‘স্বর্গে’ নামের একটি বিশেষ সিনেমা। এতে পরিচালনার পাশাপাশি অপুর নায়ক হিসেবেও দেখা যাবে জয়কে। ছবিটির শুটিং হবে মে মাস থেকে।
এ প্রসঙ্গে ‘ঢালিউড কুইন’ খ্যাত এ নায়িকা বলেন, ‘জয় একজন মেধাবী অভিনেতা তো বটেই, পরিচালক হিসেবেও তিনি অসম্ভব ভালো। তার নির্মাণ ভাবনা আমার ভালো লাগে। তার পরিচালনায় আগেও একটি সিনেমা করেছি, আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। এবার পরিচালনার পাশাপাশি তাকে সহশিল্পী হিসেবেও পাবো। আশা করছি এই কাজটিও ভালো কিছু হবে।’
নির্মাতা জয় জানান, এটি নায়ক-নায়িকা নির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। তিনি বলেন, অপু গল্পনির্ভর কাজে ইদানীং বেশি মনোযোগী। গল্পটি শুনে তিনি আগ্রহী হয়েছেন। আমরা ‘স্বর্গে’ সিনেমাটির শুটিং শুরু করবো আগামী ১০ মে।
সোমবার (১০ এপ্রিল) এমনটাই জানালেন দু’জনে।
এর আগে জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা করেন অপু বিশ্বাস। ছবিটি মুক্তি পায় ২০২১ সালে।
Array