দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে জন্মের পর ১ মাস বয়স থেকে কিডনি রোগে আক্রান্ত ছোট্ট শিশু তাবিদ । দেড় বছর ধরে বাচ্চাটির চিকিৎসা করতে গিয়ে বাবা মা সব হারিয়ে সর্বশান্ত হয়ে গেছেন।
বাচ্চাটির বাবার মাস্টার আনারুল ইসলাম পেশায় মুদী ব্যবসায়ী ছিলেন, ছেলের চিকিৎসা করতে গিয়ে অর্থ সম্পদ ব্যবসা সব কিছু হারিয়েছে। বাবা মায়ের এই একটি মাত্র সন্তান তাবিদ।
উল্লেখ্য তাবিদ জন্মের সময় ডাক্তার জানিয়েছিলেন তাবিজের মা বাবার আর কখনো বাচ্চা হবে না।
গত সপ্তাহে তাবিদ কে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া তে নিয়ে গিয়েছেন। কোলকাতার পারলেস হাসপাতালে ভর্তি আছে । উন্নত চিকিৎসা করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হবে তাবিদ, এ কথা জানিয়েছেন সিনিয়র ডাক্তারা।
কিন্তু তার এই চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষ টাকা। থাকার বাড়ি টুকুও বিক্রি করাও শেষ তাবিদের বাবা মায়ের।
তাবিদের বাবা জানান, এই মুহূর্তে তাদের অবশিষ্ট কিছুই নাই যা দিয়ে ছেলের চিকিৎসা শেষ করবেন।
তাই অসহায় হয়ে তাবিদের মা-বাবা দেশের সকল মা বাবার কাছে একটি মাত্র সন্তানের জীবন বাঁচাতে সাহায্য ভিক্ষা চাচ্ছেন।
সামর্থ্যবান ,দয়ালু, বীত্তবান সকলেই আসুন প্রতি বছরের যাকাতের টাকা থেকে অল্প কিছু পরিমাণ সাহায্য এই রমজানে তাবিদের জন্য দান করি।
তাবিদের পরিবারের সাথে যোগাযোগ নাম্বার ও বিকাশ নাম্বার 01918510325 (পার্সোনাল)
DBBL রকেট নাম্বার 019185103252 (পার্সোনাল)
নগদ নাম্বার 01918510325 (পার্সোনাল)
ঠিকানা : গ্রাম জয়নগর, দৌলতপুর ইউনিয়ন, ফুলবাড়ী উপজেলা, দিনাজপুর জেলা।
Array