মোঃ শাহাদাত হোসেন, রাজশাহী প্রতিনিধি: অনেক কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে আগামী রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার তার কক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলি কামান ঢাকার দলীয় প্রধানের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন। সময় রাজশাহী মহানগরীর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর উপস্থিত উপস্থিত ছিলেন।
আগামী ২১জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন এর তারিখ ঘোষণা করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র খায়রুজ্জামান অংশ নেবেন নাকি অন্য কোন অংশ থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন তা নিয়ে স্থানীয় ব্যাপক আলোচনা করছিল।
খাইরুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির সদস্য মন্ডলী হওয়ার পরে অনেকেই ধারণা করছিল খাইরুজ্জামান জাতীয় সংসদ নির্বাচন করবেন। সংসদ সদস্য নির্বাচিত হলে পুরো রাজশাহীর উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। আবার আরেকটি পক্ষের মতামত ছিল মেয়র খায়রুজ্জামান রাজশাহীকে যে জায়গায় নিয়ে গেছে তার কোন বিকল্প নেই।সিটি কর্পোরেশনের উন্নয়ন অব্যাহত রাখতে তাকেই আবার দায়িত্ব নিতে হবে। তবে এ সভার আলোচনার অবসান ঘটিয়ে মেয়র খায়রুজ্জামান এর পক্ষে আী কামান দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছেন।
রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সহ-সভাপতি নওশাদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক, সাবেক সহ-সভাপতি সাহাদত হোসেন ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১০ থেকে ১২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। জানতে চাইলে মো: আলী কামাল বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে খাইরুজ্জামান লিটন এর পক্ষে মনোয়ন ফরম তুলেছেন। তারা দলীয় প্রধানের পক্ষথেকে ইঙ্গিত দিয়েছেন।দলীয় নেত্রী খায়রুজ্জামান লিটনকে নির্বাচন করতে বলেছেন।এজন্যই তারা মনোয়ন ফরম চলেছেন।
আবার কেউ দলীয় মনোয়ন ফরম তুলেছেন কিনা জানতে চাইলে আলী কামাল বলেন, আর এক হাজার জন তুলুক সেটা তার দেখার বিষয় নয়। সৌদি আরবে ওমরাহ-হজ্জ শেষে খাইরুজ্জামান ৮এপ্রিল ঢাকায় ফিরেছেন। তবে তিনি এখনো রাজশাহীতে পৌঁছাননি।ফরম উত্তোলনের পরে মুঠোফোনে তিনি বলেন, দলের নেতারা তার পক্ষ হয়ে ফরম তুলেছেন।
Array