বার্তা কক্ষ
10th Apr 2023 9:29 pm | অনলাইন সংস্করণ
সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে ১৪৯০ টি পরিবার মধ্যে টিসিবি পন্য সামগ্রি বিতরণ করা হচ্ছে।
সোমবার (১০ ই এপ্রিল) সকাল হতে জনসাধারণ ইউনিয়ন পরিষদের লাইন ধরে টিসিবি পন্যসামগ্রি নিতে লক্ষ্য করা যায়।
দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক জানান, টিসিবি পন্য সামগ্রি মধ্যে রয়েছে, ডাল-২ কেজি, তেল -২ কেজি, ছোলা- ১ কেজি, চিনি- ১ কেজি।
যাহার নির্ধারিতিমূল্য ৪৭০ টাকা। ধারাবাহিকভাবে আমাদের ইউনিয়নে টিসিবি পন্য সামগ্রি বিতরণের কার্যক্রম চলবে।
Array