বার্তা কক্ষ
09th Apr 2023 4:05 pm | অনলাইন সংস্করণ
- মোহাম্মদ জাহেদুল ইসলাম আল রাইয়ান
আজ ফিলিস্তিনের দিকে দেখ
শুধু রক্ত আর ক্ষতবিক্ষত লাশ।
দেখো আজ রক্তের উপর পা ফেলে হেটে যায়,
কার রক্ত কার লাশ কোন হিসাব যে নাই।
কোটি কোটি মুমিনের দেওয়া রক্ত আর ত্যাগের,
এই ইসলাম কেন যে ভুলে যাই।
আজ গুলির আঘাতে বোমা দিয়ে নষ্ট করতেছে,
কত মুমিনের প্রাণ।
অশ্রু ভরা চোখ নিয়ে
আর কত দেখতে হবে এই নির্যাতন।
আজ মুমিন নামের মানচিত্রটা,
হয়ে গেছে এক বৃহত্তম কবরস্থান।
সত্য মুক্তি স্বাধিন জীবন লক্ষ্য শুধু যাদের,
খোদার রাহায় প্রান দিতে আজ ডাক পড়েছে তাদের।
জাগ্রত হও হে মুমিন
তাজা করো তোমাদেরই ঈমান।