বার্তা কক্ষ
08th Apr 2023 5:13 pm | অনলাইন সংস্করণ
লালপুর (নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ভোররাতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় মিয়া লালপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদীপুর গ্রামে আনসার আলীর পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে রানা সরদার নামে এক ব্যক্তি।
শনিবারে ভোরের দিকে পুকুর থেকে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তা উঠতে গিয়ে উল্টে যায়। এতে চালক জয় মিয়া গুরুতর আহত হয়।
পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Array