সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নেমে পাহাড়সমান ৩৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। তবে মোহামেডানের হয়ে এদিন ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ৮ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত ১০১ রানের বিশাল জয় তুলে নিয়েছে মিরাজের দল।
এই আউট নিয়েই অসন্তুষ্ট ছিলেন মিরাজ।সাজঘরে ফেরার আগে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মিরাজ।
এ নিয়ে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন মিরাজ। এমনকি মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সঙ্গেও বেশ কিছুক্ষণ চুক্তি-তর্ক হয় মিরাজের। এরপর সাকিব আল হাসানকে মোবাইলে সেই আউটের ভিডিও দেখান মিরাজ। মনে হচ্ছিল, কিছুতেই আউটের বিষয়টি মানতে পারছিলেন না তিনি।
এবার এ নিয়ে শাস্তির মুখেও পড়লেন লাল-সবুজের এই নিয়মিত মুখ। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে আচরণবিধি ভঙ্গ করেছেন মিরাজ। তাই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এজন্য ম্যাচ রেফারি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
Array