ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র-গুলিসহ ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- নুরে আলম ওরফে নুরু (২৬), মো. হায়দার আলী (২৬), রিমন মজুমদার (২২), মো. রবিউল ওরফে রুবেল (২৪), মো. মামুন (২২), মো. বাদশা (২৮), মো. শামীম (২৬), মো. রাকিব (২৬), মো. শাহাদাৎ (২৫) ও মোর্শেদ খান ওরফে হৃদয় (২৪)।
শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, রমজানে সাধারণত লোকজন বেশি টাকা নিয়ে চলাফেরা করে। আটক হওয়া অভিযুক্তরা যারা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে তাদেরকেই বেশি টার্গেট করে। গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ যা পায় তা নিয়ে দ্রুত সটকে পড়ে। গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার রাতে ডাকাত দলটিকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক চার জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক ১০ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Array