জবি প্রতিনিধি: জবিয়ান কক্সবাজার’ এর উদ্যোগে কক্সবাজারে শুক্রবার (৭ এপ্রিল) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে কলাতলী সমুদ্র সৈকতস্থ স্বনামধন্য ‘ডিভাইন ইকো রিসোর্টে’ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের প্রায় ৫০ জন সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিল।
উল্লেখ্য, বর্তমানে কক্সবাজারে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন দেশীয়-আন্তর্জাতিক এনজিওতে কর্মরত প্রায় তিন শতাধিক জবিয়ান আছে বলে জানা যায়। আজ বিকেল হতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে ইফতার আয়োজন শেষ হয়। এ ধরনের আয়োজন জবিয়ানদের মাঝে আরো দৃঢ় বন্ধন, একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম এবং ভাতৃত্ববোধ তৈরি করবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সকলে।
জবি সমাজবিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের ছাত্র শাহিনুর ইসলাম সোহাগ বলেন, আমরা বিগত দিনেও কক্সবাজারে জবিয়ানদের বিভিন্ন পুনর্মিলনী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস জমকালোভাবে আয়োজন করেছি। আমরা চাই সময়ের সাথে সর্বস্তরে জবিয়ানরা এভাবে সংগঠিত হবে এবং নিজেদের নেটওয়ার্ক সমৃদ্ধ করবে।
পরিশেষে আগামীতে কুরবানির ইদের আগে কক্সবাজারে অবস্থানরত সকল জবিয়ানের অংশগ্রহণের মাধ্যমে একটি বনভোজন ও পুনর্মিলনী আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Array