ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিক্সাসহ এক চোর সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অটোরিক্সাসা উদ্ধার ও একজনকে আটক করে পুলিশ। আটকৃত সিএনজি চালক আয়না মিয়া (৪৫)। সে উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মনগ্রামের নারায়ন দাসের মৌলভীবাজার-থ-১১-৩৮২৪ অটোরিকক্সাটি তাজপুরস্থ ভাড়া বাসা থেকে গত বৃহস্পতিবার ভোরে চুরি হয়। ঘটনাটি থানা পুলিশকে জানালে সন্দেহজনক ভাবে সিএনজি চালক আয়না মিয়া (৪৫) কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আয়না মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে পুলিশ।
ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা দায়েরের পর আয়না মিয়াকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।