মালবোঝাই ট্রাকের ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। শনিবার জম্মু-কাশ্মিরের একটি মহাসড়কে ট্রাকের ধাক্কায় তার গাড়ি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মন্ত্রী অক্ষত রয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
‘সড়কপথে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সময় কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেন রিজিজুর গাড়ি ছোটখাটো এক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি। মন্ত্রীকে নিরাপদে তার গন্তব্যে নিয়ে যাওয়া হয়,’ বলছে পুলিশ।
দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা মন্ত্রীর কালো স্কর্পিও দিকে ছুটে যাচ্ছেন। পরে তারা দরজা খুলে গাড়ি থেকে মন্ত্রী ও অন্যান্য লোকজনকে বের করে আনেন।
ভারতের পুলিশ বলেছে, জম্মু-শ্রীনগর মহাসড়কের রামবনের কাছে একটি মালবোঝাই ট্রাক দেশটির আইন ও বিচারমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিয়েছে।
এর আগে, জম্মু থেকে উধমপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় টুইটারে ভারতের এই মন্ত্রী বলেন, যে কেউ চাইলে পুরো যাত্রায় সুন্দর রাস্তা উপভোগ করতে পারেন।
Array