বার্তা কক্ষ
07th Apr 2023 9:35 pm | অনলাইন সংস্করণ
সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সেমাই কারখানা ও নূর টমেটো ক্যাসাপ নামের দুটি প্রতিষ্ঠানে র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা এবং নূর টমেটো ক্যাচাপকে সতর্ক করা হয়। গত ৬ই এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী।
জেলা এক্রিকিউটি ম্যাজিস্ট্রেট ফারাশাদ বিন এনামের নেতৃত্বে ও র্যাব-১১’র কোম্পানী কমান্ডার এম এম মাহমুদ হাসানের পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুরো রমজান মাস জুড়ে ভেজাল খাদ্য তৈরিকারী সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিছেন এক্রিকিউটিভ।
Array