পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন এসোসিয়েশন অব লেকচারার এন্ড এ্যাসিটেন্ট প্রফেসর (আলাপ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (৭ এপ্রিল) জুম্মার নামাজের শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময়ে আলাপের সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম, আলাপের সদস্য ও সহকারী অধ্যাপক মো: আবুবক্কর সিদ্দিক, রেজাউল ইসলাম মাসুম,শাহ মাহমুদ সুমন, তারিকুল ইসলাম, নিউটন সাহা, রাশেদুল ইসলাম, সউদ বিন আলম, মেহেদী হাসান মিঠু, মো রফিকুল ইসলাম, সুলতানা জাহান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আলাপের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবারের রমজানে আলাপের সদস্যরা নিজেরা ইফতার মাহফিল না করে, ইফতার সামগ্রী গরীব ও দুস্থদের মাঝে বিতরন করেন।
Array