ajkalerbarta
07th Apr 2023 11:10 am | অনলাইন সংস্করণ
নরসিংদীর সদর উপজেলায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় হাঁস-মুরগি নিয়ে ঝগড়ার একপর্যায়ে দেবর জসিম মিয়া (৩৫) তার ভাবি পারুল বেগমকে ছুরিকাঘাত করে। পরে স্বজনরা পারুলকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারুল বেগম (৪০) ওই গ্রামের লোকমান মিয়ার স্ত্রী।
মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Array