মোঃ শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা মনাকষা ইউনিয়নের পাওচকরা রাঘব বাটি গ্রামে নবাবগঞ্জের আওয়ামীলীগের সদস্য ও হেল্প চাঁপাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জারা জাবিন মাহবুবের এর পক্ষথেকে অগ্নিকান্ডে ৬টি ক্ষতিগ্রস্তদের মাঝে ১২ বান্ডিল টিন বিতরণ করা হয়েছে।
চাঁপাইয়ের একটি টিম গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এ টিন প্রদান করা হয়। সময় উপস্থিত ছিলেন, হেল্প চাঁপাইয়ের সাধারণ সম্পাদক মো: জিলহাজ বিশ্বাস, সদস্য নিসান, তাজমন্ময়, ও শহীদ উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য বুধবার সকাল ৫ টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নেের পাওচকরা রাঘব বাটি গ্রামে অগ্নিকান্ডে ৩ পরিবারে৬ টি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুরে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়।
Array