সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। রবিবার ইফতার পূর্ব মুহুর্তে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের সিংড়া,ও নাটোর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আ: রহমান (৩৭) নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সেহেরী সময় তার মৃত্যু হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার চামারী ইউনিয়নের ছোট কালিকাপুর গ্রামে জমিজমা নিয়ে দু পক্ষের বিরোধ চলে আসছে। রবিবার বিকেলে এ নিয়ে ভেজাল মোড়ে রনি ও শহীদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। ইফতার পূর্ব মুহুর্তে বাড়ি ফেরার পথে শহীদুল কে মারপিট শুরু করে এসময় দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লোকমানের পুত্র আ: রহমান (৩৭), শহীদুল (৪০), রাজেদা আহত হয়। অপর পক্ষে জনি, করিম, জামেনা আহত হয়। গুরুতর আহত আ: রহমান কে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Array