বার্তা কক্ষ
03rd Apr 2023 2:24 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শেখ হাসিনার উপহার হিসেবে জয়পুরহাটে ১৩ জন আওয়ামী লীগের দুস্থ নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান।
গত ৭ মাসে জেলায় তিন শতাধিক মানুষের মাঝে প্রায় দুই কোটি টাকার চেক বিতরণ করেছেন এই আওয়ামী নেতা।
Array