বার্তা কক্ষ
03rd Apr 2023 5:23 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের নাজমা সিনেমা হলের সামনে ট্রেনে কাটা পরে জাহিদুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ।
মৃত জাহিদুলের বাড়ি পুরানাপৈল এলাকার মাস্টারপাড়া গ্রামে।
মৃত্যু জাহিদুলের ছেলে বাবু বলেন, আমার বাবা গতকাল রাতে বাড়ি থেকে রাগ করে বের হয়েছে, আমরা তাকে অনেক খোঁজাখুঁজির পর রাতে কোনো খবর পায়নি, আজকে সকাল বেলা খবর পেলাম যে একটা দূঘটনা ঘটেছে তখন এসে দেখি আমার বাবা।
এ বিষয় সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান,খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি।
Array