জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট নতুনহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি দরিদ্র পরিবারের মাঝে ঘরের আসবাবপত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ডাহুক” ও আলোকিত মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি পরিবারে ০১টি ডাবল খাট,০২টি বালিশ,তোশক,ও বেডশিট বিতরণ করা হয়।
এর পূর্বে পুড়ে যাওয়ার সাথে সাথে এক মাসের প্রয়োজনীয় বাজার,পরিধেয় সকল সদস্যদের শাড়ী, লুঙ্গি, থ্রি পিচ,বচ্চাদের প্রয়োজনীয় কাপর ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।
তিতাস মোস্তফার সভাপতিত্বে উপহার সামগ্রী বিরতণকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ,
নিউজ ২৪ ও কালেরকন্ঠ জেলা প্রতিনিধি,আলমগীর চৌধুরী, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম কাদির ,সাংবাদিক মাশরেকুল আলম,আরাফাত হোসেন মুন,কালেরকন্ঠ শুভ সংঘের সহসভাপতি পেরদৌস আলম বাবু ডাহুকের নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হাসান মুন্না, মোঃ সালেহুর রহমান সজীব, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি ও ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি, ও কালেরকন্ঠ শুভ সংঘের সদস্য এবং জেলা রোভারের রোভার সদস্য আমিনুল মিম,রবিউল ইসলাম, আল মোমিন,নাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।