ভারতের বিহার রাজ্যে বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিহারে রামনবমীর রাতে সহিংসতার ঘটনার মাত্র একদিন পরেই এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যের সাসারাম শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে। তবে এখনো এই বিস্ফোরণের কারণ বা উদ্দেশ্য জানা যায়নি।
সাসারামের জেলা ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র কুমার বলেছেন, ‘সাসারামে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের বিএইচইউ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা সবগুলো দিক বিবেচনায় নিয়ে তদন্ত করে যাচ্ছি।’ তিনি আরও জানান, এখন পর্যন্ত বোমা বিস্ফোরণের কারণ অজানা।
বিহার পুলিশ বলেছে, ‘একটি ঝুপড়িতে বিস্ফোরণটি হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা বলে মনে করা হচ্ছে না।’ এদিকে ঘটনার পরপরই পুলিশের একটি দল, স্পেশাল টাস্কফোর্স এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সাসারামে।
অপরদিকে, বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা আবারও তুঙ্গে। বিশেষ করে রামনবমীর রাতে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হওয়ার ঘটনার পর থেকেই আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বিহার শরীফ শহরের পাহাড়পুর এবং খাসগঞ্জ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
Array