রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্য মূল্যের উর্দ্ধগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে অবস্থান কর্মসূচী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর থেকে ঘন্টাব্যাপী জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর সঞ্চালনায় ও জয়পুরহাট জেলা বিএনপির নব নির্বাচিত আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম,আক্কেলপুর থানার যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল,জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ,যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল,,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আবদুল আলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রুলি চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার রুপালী, সদর থানা মহিলা দলের সভাপতি রেহেনা আক্তার,সাধারণ সম্পাদক রুবি আক্তারসহ বিএনপি, যুবদল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Array