পঞ্চগড় প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি, অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে পঞ্চগড়ে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। ০১ এপ্রিল শনিবার বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল সহ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য প্রদান করেন।
এসময় শান্তি সমাবেশে পঞ্চগড় জেলা আওয়ামী লীগে সহ বিভিন্ন অঙ্গসহযোগী সঙগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে বিএনপি জামাতের নৈরাজ্যর প্রতিবাদে সর্বদা পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে থাকবে। শেখ হাসিনার নির্দেশে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমরা। আগামী দিনে বিএনপি জামাতের যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করেন বক্তারা।
এ সময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং সেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Array