যুদ্ধবিধ্বস্ত এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। এর মধ্যেই দেশটির জনপ্রিয় ক্লাব শাখতার দোনেৎস্ক বড়সড় এক দুঃসংবাদ পেয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধপরিস্থিতি এবং করোনায় ফিফার নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের কারণে বিশাল অঙ্কের লোকসানের মুখে পড়েছে ইউরোপের ক্লাবটি।
বৃহস্পতিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইউক্রেনীয় ক্লাবটি। সেখানে শাখতার জানায়, ফিফার ওই পদক্ষেপের কারণে খেলোয়াড়দের দলবদল থেকে তারা আয় হারিয়েছে এবং ‘অনেক আন্তর্জাতিক খেলোয়াড়’ ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়ে যাওয়ায় তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।
খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে ২০২০ সালে নতুন নিয়ম আনে ফিফা। এতে করোনায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চলতি সম্পর্ক ও দলবদলে নতুন নিয়ম তৈরি করা হয়। এসব নিয়মের কারণেই ক্লাবের চার কোটি ইউরো বা ৪৬৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছে শাখতার।
মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক খেলোয়াড় ও কোচদের কাজের ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে একটি অভিযোগ এনেছে শাখতার দোনেৎস্ক।
ক্লাবটির প্রধান নির্বাহী সের্গেই পালকিন বলেছেন, ফিফার নেওয়া সিদ্ধান্ত বাতিল চান তারা। তবে এই বিষয়ে মন্তব্যের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করলে বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। ফলে সামনে কি হয়, সেটাই এখন দেখার বিষয়।
Array