• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কমেছে ডিমের দাম, সবজি শুরু ৪০ টাকায় 

     ajkalerbarta 
    31st Mar 2023 12:46 pm  |  অনলাইন সংস্করণ

    রমজানের প্রথম সপ্তাহে সবজির দাম কিছুটা বাড়লেও এখন অনেকটা নমনীয়। তবে ৪০ টাকা কেজি প্রতি দিয়ে সবজির বাজার শুরু করতে হবে ক্রেতাদের। সবজির পাশাপাশি ডিমের দামও সামান্য কমেছে। ব্রয়লার কেজি প্রতি ২২০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।

    শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর ধানমন্ডি, রায়ের বাজার, মোহাম্মদপুর ও মধুবাজার এলাকার বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

    অন্যদিকে ব্রয়লার মুরগির ডিমের হালি ৪০ টাকা যা গত সপ্তাহের থেকে দাম কিছুটা কমেছে। আর দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা, হাসের ডিম ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

    রায়ের বাজারে দেখা যায়, সকাল থেকেই বাজারে কোনো সবজির কমতি নেই। সুন্দর করেই সাজানো রয়েছে সবজি। টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর। এ বাজারে টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লেবু রয়েছে তিন ধরনের প্রতি হালি ৩০, ৪০ ও ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। কাঁচা কলা ৩০ টাকা হালি, বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৫০-৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৮০-১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, আম (কাঁচা) ১২০, গাজর ৫০ টাকা, পটল ৮০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা ও সাজনা প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র ধানমন্ডির প্রায় সব বাজারেই। প্রতিটি বাজারেই ৫ টাকা কম বেশি রয়েছে।

    এছাড়া প্রতি কেজি ব্রয়লার ২২৫টাকা, লেয়ার প্রতি কেজি ৩৩০ টাকা, কক প্রতি কেজি ২৯০টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর গোশত ৭৫০টাকা দামে বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের তুলনায় ৫০টাকা প্রতি কেজিতে গোশতের দাম কমছে বলে জানান বিক্রেতারা।

    সবজি বিক্রেতা মো. বিল্লাল হোসেন গনমাধ্যমকে বলেন, সবজির বাজার গত সপ্তাহের তুলনায় একটু কম। রোজার প্রথম সপ্তাহে একটু বেশি থাকলেও এখন স্বাভাবিক বলা যায়।

    তবে এখন দাম বেশি বলে দাবি করেন সবজি কিনতে আসা আনিসুর রহমান। তিনি বলেন, এখন তো সবজি পাওয়া যায়, শীতকালীন অনেক সবজিই রয়ে গেছে। তারপরও দামটা একটু বেশি মনে হচ্ছে। ৪০ টাকার নিচে কোনো সবজি নাই। একটা লাউ ১০০ টাকা অবাক করা দাম!

    এদিকে মাছের দাম কমেছে বলে মনে করছেন বিক্রেতারা। তাদের ভাষ্যমতে, গত সপ্তাহে প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩০০ টাকা বিক্রি করলেও আজকে তা ২৫০ টাকা বিক্রি করছেন। কাতল প্রতি কেজি ২৮০ টাকা, পাবদা ৩০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৬০০ টাকা, শিং ৪০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ১২০০ টাকা, পোয়া প্রতি কেজি ৩০০-৫০০ টাকা আর ইলিশ প্রতি কেজি ১১০০ থেকে ১৬০০ টাকা বিক্রি হচ্ছে। মাছের দাম সাইজের ওপর নির্ভর করে বেশি কম হচ্ছে বলে জানান বিক্রেতারা।

    মাছ বিক্রেতা জুলহাস সরদার গনমাধ্যমকে বলেন, মাছের দাম কিছুটা কমেছে। তবে আজকে বাড়লে কালকে কমে এটা মাছ বাজারের নিয়ম। কখন বাড়ে কখন কমে বলা মুশকিল। মাছে দাম এখন আবহাওয়ার ওপরেও নির্ভর করে।

    বিক্রেতার কথার সঙ্গে তাল মিলিয়ে মাছ ক্রেতা সুমন বলেন, ‘এই সপ্তাহে মাছের দাম সামান্য কমছে। এটা কমছে বলাও যাবে না।’

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ