বার্তা কক্ষ
30th Mar 2023 3:02 pm | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নেশার টাকার যোগান না দেওয়ায় স্ত্রী আরিফা বেগম (২৭) কে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী।
ঘাতক স্বামীর নাম বেলাল হোসেন( ৩০), সে দিনাজপুর সদরের ৯ নং উপশহরের ১০ নং ওয়ার্ডের হাউজিং অফিস সংলগ্ন ডাঃ মশিউর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তার পৈত্রিক বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুরালিপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ উপপরিদর্শক মোঃ জাহিদ হোসেন বলেন স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। সুরত হাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়ার শুরু করেছে।
Array