বার্তা কক্ষ
30th Mar 2023 5:30 am | অনলাইন সংস্করণ
জোবায়ের হোসেন রিহান,ফেনী প্রতিনিধি: ফেনীতে ট্রেনে কাটা পড়ে রবিউল্লাহ (৩৮) নামে একজন দিনমজুর নিহত হয়েছে। বুধবার সকালে
ঢাকা-চট্টগ্রাম মুখী একটি ট্রেনে কাটা পড়ে নিহত হয়।
নিহত দিনমজুর কুমিল্লার বরুড়া উপজেলার সিতদ্ধা গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি ফেনীর সহদেবপুর এলাকায় একটি বস্তিতে ভাড়ায় থাকতেন।
স্থানীয়দের থেকে পুলিশ জানতে পারে, বুধবার সকালে রবিউল্যাহ রেললাইনের পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে হেটে যাচ্ছিলেন।
এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তৎক্ষনাৎ খবর পেয়ে রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Array