রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি অধিকার এখানে এখনই, (রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে বম্বু ইউনিয়ন পরিষদে নতুন ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিকার এখানে এখনই, (রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের এরিয়া কো- অর্ডিনেটর মাধুরী সূত্রধর,বম্বু ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোল্লা শামছুল আলম,জেলা যুব সংগঠক মোসাঃ মুর্শিদা খাতুন,বম্বু ইউনিয়ন পরিষদ এর সচিব মিজানুর রহমান, ০১ নং ইয়ুথ গ্রুপের সহ-সমন্বয়কারী আরিফা ইয়াসমিন,০৩ নং ইয়ুথ গ্রুপের ইয়ুথ সদস্য ইলিয়াস নিলয়, ০৪ নং ইয়ুথ গ্রুপের সদস্য বুলবুল সহ ইউনিয়ন পরিষদ এর মেম্বার, গ্রাম পুলিশ সহ আরোও অনেকে।
নতুন ইয়ুথ গ্রুপ গঠনে অংশগ্রহণ করেন বম্বু ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম থেকে আগত ৩০ জন ইয়ুথ।
সিএসই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এরিয়া কো-অর্ডিনেটর এবং ০৩ নং ইয়ুথ গ্রুপ সদস্য। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা যুব সংগঠন।
ইয়ুথ গ্রুপ গঠন মিটিং শেষে নতুন ইয়ুথরা একে একে তাদের অভিমত ব্যক্ত করেন। সে-সকল ইয়ুথরা হলো: শাহারুল হক, সাফা আক্তার বৈশাখী, শামীম হোসেন, সুমিত্রা রানী, সিরাজুল ইসলাম।
Array