আজ সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইউনিক ইয়ুথ ফোরামের সদস্য নবায়ন চলছে ঢাকা ইষ্ট এপি এর বিভিন্ন ওয়ার্ডে।
এরই ধারাবাহিকতায় খিলবাড়িরটেক,বাড্ডা,কালাচাঁদপুর,সোলমাইদ পিএফএ সদস্য নবায়ন কার্যক্রম চলছে। সদস্য নবায়ন চলাকালীন খিলবাড়িরটেক ইউনিক ইয়ুথ ফোরামের সভাপতি সজিব হাসান ইউনিক ইয়ুথ ফোরাম সম্পর্কে ক্যাম্পিং এ বলেন,কিভাবে মানুষের চিন্তাধারার পরিবর্তন করা সম্ভব ওয়ার্ল্ড ভিশন এর সাথে যুক্ত থেকে।
তিনি আরোও বলেন এই যুব ফোরামের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে অনেক যুবকরাই এখন মাদক থেকে দূরে সরে এসেছে।
এসময় উক্ত অরিয়েন্টেশন ও সদস্য নবায়নে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঢাকা ইষ্ট এর প্রোগ্রাম অফিসার সুমা পালমা।
সুমা পালমা বলেন, ইউনিক ইয়ুথ ফোরাম ইতিমধ্যে ৭৭ টি শিশুকে স্কুলগামী করেছে,বাল্যবিবাহ বন্ধ করেছে ৩৪ টি,শিশুশ্রম বন্ধে কাজ করে যাচ্ছে। শিশুদের সচেতন করার লক্ষ্যে তারা পথ্য-নাট্য ও করছে।ইউনিক ইয়ুথ ফোরাম দুর্বার গতিতে এগিয়ে যাক এবং এর দীর্ঘায়ু কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
Array