কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। রোববার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পূর্বে মোংলা থানায় দায়ের করা নাশকতা মামলায় তাদের আটক দেখানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আটককৃতরা হলেন- মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, মিঠাখালী ইউনিয়ন জামায়াত নেতা লুৎফর আমির, মোংলা উপজেলা ছাত্রদল নেতা মো. মুজাহিদ শেখ, মিঠাখালী ইউনিয়ন যুবদল নেতা শফিকুল শেখ ও সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা জিয়ার শেখ।
বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আটককৃতদের নামে কোন মামলা নেই, অহেতুক পুলিশ তাদেরকে আটক করেছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে পুলিশ। রমজান মাসেও ছাড় দিচ্ছে না তারা। তিনি এসব মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার সহ অনতিবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আগের নাশকতার মামলায় তাদের আটক করা হয়েছে। ওইসব নাশকতার মামলার বাকি আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
Array