রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক ঈশা খাঁ হল প্রভোস্ট অধ্যাপক ড. ফকির আজমল হুদার পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে ওই হলের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা টায়ারে আগুন ও কুশপুত্তলিকা দাহ করে আন্দোলন করেন।
রোববার (২৬ মার্চ) সন্ধার সময় বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে আবাসিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হল প্রভোস্টের নিঃশর্ত পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হল প্রভোস্ট নিয়মিত হলে যায় না। কোনো সাইন নেওয়ার জন্য শিক্ষকের কক্ষে যাওয়ার পরও পাওয়া যায় না। হলে কৃত্রিম সিট সংকট তৈরি, হল নির্মান ও সংস্কার কাজে অসংগতি ও ধীরগতি, হলের দুই ভবনে সাবমারসিবল পাম্পে বালু ওঠে যা পান করার অযোগ্য, এমনকি সমস্যা নিরসনে প্রভোস্ট কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ছাত্রদের সাথে অসংগতি পূর্ণ আচরণ এমনকি এরেস্ট করার হুমকি দেন।
বাকৃবি শাখা ছাত্রলীগের ঈশা খাঁ হল ইউনিটের সাবেক সভাপতি মসিউর রহমান বলেন, আজ স্বাধীনতা দিবসে হলের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধূলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে হল প্রভোস্টকে ফোন দিলে তিনি দুর্ব্যবহার করেন এবং অ্যারেস্ট করার হুমকি দেন।
ওই হলের শিক্ষার্থী রেজওয়ান বলেন, হলে বিদেশী (নেপাল) শিক্ষার্থীরা দুই কক্ষে ৬ জন থাকে। অন্য এক কক্ষে কেউ থাকে না। তারা খাওয়া ও রান্না করার কাজে ব্যবহার করে। আমাদের হলে অনেক শিক্ষার্থী ছিট (আবাসন) পায়নি। ছিট না পাওয়া শিক্ষার্থীদের ঐ কক্ষে দেওয়ার কথা বললে প্রভোস্ট আমাদেরকে বাঁধা দেন। তিনি আমাদের সাথে দূর্ব্যবহার করেন।
এ ব্যপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. ফকির আজমল হুদা বলেন, আমি নিয়মিত হলে যাই। হলে সারা দিন ডিউটি থাকে না। প্রয়োজন অনুসারে হলে যাওয়া হয়। বিদেশী শিক্ষার্থীদের অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদেরকে আলাদা ভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা ব্যতীত আর কেউ থাকতে পারবে না।
হল সংস্কার ধীরগতির বিষয়ে তিনি বলেন, হল নির্মান ও সংস্কার চলাকালে শিক্ষার্থীরা বাধা প্রদান করে। ছয় মাস আগে তারা হল সংস্কারের সময় ভাংচুর করে। সাবমারসিবল পাম্প নিয়মিত পরিষ্কার করা হয়। এমনকি নতুন সংযোগ করা হয়েছে।
প্রভোস্ট আরো বলেন, অছাত্র হয়ে আমার কাজে বাঁধা প্রদান করলে এরেস্ট করা হবে। যে অভিযোগ করছে সে বর্তমানে ক্যাম্পাসের শিক্ষার্থী না।
হল প্রভোস্ট আরও বলেন, আমি যদি আমার কাজ সঠিক ভাবে পালন করতে না পারি তাহলে অবশ্যই পদত্যাগ করবো। আর যে ক্যাম্পাসের শিক্ষার্থী নয় তার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, বিষয়টি উপাচার্য স্যারকে বলেছি। উপাচার্য স্যার বিষয়টির সমাধান করবেন।
Array