মো: জাহেদুল ইসলাম আল রাইয়ন।।
আজ ২৭শে মার্চ ৪রে রমজান রামু উপজেলার অন্তর্গত খুনিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়াড ঝুমকাটা জমিরিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় ইন্ডিয়া থেকে মেহমান আগমন করেন।
২৭শে মার্চ ( সোমবার ) দুপুরের নামাজ এর পরে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মৌ: জহিরুল ইসলাম এবং মাদ্রাসা মসজিদ এর খতিব মৌ: আজগর আলী ও মাদ্রাসার শিক্ষক মৌ: আব্দুল্লাহ,মৌ: সাদেকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মাদ্রাসা ভ্রমণ করেন।
ভ্রমন কালে তিনি বলেন তিনি এই মাদ্রাসাকে কম সময়ের মধ্যে হক্কানি আলেম তুলার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চান।তিনি বলেন একজন ছাত্র যেন ৮বছরের মধ্যে আলেম হতে পারে।
একবছর হবে নুরানি বা শিশু শ্রেণি থেকে এবতেদায়ি পর্যন্ত মূল বিষয় গুলো পাড়ানো হবে।৫বছর কিতাব পড়ানো হবে, আর ২বছর দাওরা ও ইফতা পড়ানো হবে।এতে একজন ছাত্র অল্প সময়ে আলেম হতে সক্ষম হবে।তিনি এমন একটি মাদ্রাসা তৈরীর পরিকল্পনা করেন।
Array