বার্তা কক্ষ
27th Mar 2023 4:04 pm | অনলাইন সংস্করণ
কেমন আছো?
মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান
খুব জানতে ইচ্ছে হয়
এখন তুমি কেমন আছ?
তুমি কি আগের মতো আছ
নাকি বদলেগেছ আরো অনেকটা?
তোমার সকাল কি ভাবে যায়
তোমার রোদ্দুর্র দুপুর কি ভাবে পার হয়,
কি ভাবে কাটে তোমার জ্যোৎস্মাজড়ানো রাত
আমার খুব জানতে ইচ্ছে হয়।
আমার খুব শুনতে ইচ্ছে হয়
তোমার খলখল হাসির কলকল স্রোতধ্বনি
তোমার প্রানখোলা অগুছালো গল্প শুনে
পুরোটা বিকেল পার করে দিতে
ইচ্ছে হয় আমার তোমার কন্ঠে কবিতা শুনি
অবশ্যই তোমার এলোপাতাড়ি কথাগুচ্ছই
আমার কাছে কবিতা; কবিতার ছন্দ-আনন্দ,
আমার খুব দেখতে ইচ্ছে হয়
তোমার কঠোর কঠিন অভিমানী মুখ,
আশ্চর্য! মানুষের অভিমানে এত সুখ থাকে!
উম্মুক্ত পাখির ন্যায় তোমার ছুড়ে চলা
উচ্ছ্বল পুষ্পের ন্যায় তোমার বেড়ে ওটা
নিষ্পাপ শিশুর ন্যায় তোমার এগিয়ে যাওয়া
আমার খুব দেখতে ইচ্ছে হয়।
আমার খুব জানতে ইচ্ছে হয়
এখন তুমি কেমন আছ?
Array