কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি: শপথ ভেঙ্গে ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক। কনের বয়স ৩৫। দু’জনের বয়সের পার্থক্য দ্বিগুণ হলেও পরিবারের সিদ্ধান্তে গাঁটছড়া বেধেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।
৭০ বছর বয়সী বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের মৃত নওশের হাওলাদারের ছেলে রামপাল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শওকত আলীর সাথে বিয়ে হয়েছে ৩৫ বছর বয়সী মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের বাসিন্দা শাহিদা বেগম নাজুর সাথে। গত সপ্তাহে দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
রামপাল সরকারি কলেজের অধ্যাপক শওকত আলী শপথ করেছিলেন জীবনে বিয়ে করবেন না। বাবা মারা যাওয়ার পর ১৬ ভাই-বোনদের বড় করতে গিয়ে সংসারের হাল ধরতে হয় তাকে। সে কারণে শপথ করেই বসেন জীবনে আর বিয়ে করবেন না। চাকরি জীবনে অবসরের পর বড়ই একাকীত্ব বোধ করেন তিনি। পরিবারের সদস্যগণ বিষয়টি অনুধাবন করার পর উভয় পরিবারের সম্মতিক্রমে স্বামী হারা এক কন্যা সন্তানের জননী শাহিদা বেগম নাজুর সাথে বিয়ে দেন তাকে।
তার এই বিয়ের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকি তাদের বিয়ের বিষয়টি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, ভাইরাল হওয়া শওকাত – শাহিদা জুটির সুখে স্বাচ্ছন্দে কাটছে তাদের দিন।
Array