লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে ‘একুশে পদক’ (মরণোত্তর) প্রাপ্তিতে তাঁর পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৬ মার্চ ২০২৩) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো ইসাহাক আলী।
এছাড়াও আরো উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ। মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
Array