নিজস্ব প্রতিবেদক।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র রমজানের মাস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার মানুষের ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) বিকালে জেলা শহরের কোর্ট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। পরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে নানান শ্রেণীর পেশার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন পবিত্র রমজানে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান স্যারের এই উদ্যোগের সাথে কাজ করতে পারায় খুব ভালো লাগছে। ৭১ এর চেতনা সংগঠনের একদল তরুন তরুনীকে সাথে নিয়ে মানবতার সেবায় সারা রমজান মাস কাজ করবো।
এব্যাপারে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, আজ স্বাধীনতা দিবসে বিভিন্ন শ্রেণী পেশার ১ হাজার মানুষের মাঝে খাবার পৌছে দিতে পেরেছি।
স্বাধীনতার মাসে রমজান মাসে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষগুলোর জন্য কিছু করার প্রচেস্টা আর সেটা সারা মাস চলবে। এই আয়োজনে যারা কাজ করছে সকলেই উৎসাহ নিয়ে কাজ করছে।
Array