চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বুধবার) আশ্রয়ন প্রকল্প-২ এর চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করে ৭টি জেলা ও ১৫৯ টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন উপজেলা হিসেবে ঘোষণা দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলাহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজওয়ান ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার।
প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে।
Array