জোবায়ের হোসেন রিহান,ফেনী প্রতিনিধি: ফেনীর মহিপাল থেকে বুধবার রাত ৩ টার দিকে ২০ কেজি গাঁজা সহ মোহাম্মদ সেলিম নামে এক যু্বককে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
মোহাম্মদ সেলিম (৩২) কক্সবাজার এর চকরিয়া থানার পশ্চিম বাটাখালি এলাকার ওমর আলীর সন্তান।
র্যাব থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।এসময় একটি মোটর সাইকেল গাঁজা বহন করে কুমিল্লা থেকে চট্রগ্রাম যাওয়ার পথে মহিপাল পৌছালে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেল এ থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ২০ কেজি গাজাঁসহ আসামী মোহাম্মদ সেলিমকে আটক করে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।পরে মাদক গাজাঁসহ আসামীর বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় পাঠানো হয়।
Array