ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফার্মেসি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়াজ মাখদুম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ আব্দুল্লাহ।
বুধবার (২২ মার্চ) সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. কামারুজ্জামান, জান্নাতুল ফেরদৌস জিতু। যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়ন ও ফাহমিদা নিশি।
সাধারণ সম্পাদক জিহাদ আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিন পরে বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ে বিভাগের সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল শিক্ষার্থীদের নিয়ে একটি স্মার্ট কমিটি আমরা উপহার দিতে পারব। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বুকে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতিকে একটি স্মার্ট ছাত্র কল্যাণ সমিতি হিসেবে সবার মাঝে উপস্থাপন করতে পারব বলে আমি মনে করি। বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নির্বাচিত নেতৃত্ববৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন “
Array