কুবি প্রতিনিধি,একা তালুকদার: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর পরিবেশবাদী একমাত্র সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী কাতিব হাসান মুরাদ।
সোমবার (২১ মার্চ) সংগঠনের সাবেক সভাপতি সাজ্জাদ বাশার ও সাবেক সাধারণ সম্পাদক সাফায়িত মুমিন সরকার সিফাত এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একবছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে স্থান করে নিয়েছেন আরাফাত রাফি,সুমাইয়া তাবাসসুম,মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন শাহ সামিন সাদি।
এছাড়াও আছেন সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন স্বাধীন।অর্থ সম্পাদক,দপ্তর সম্পাদক,প্রচার সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন যথাক্রমে দীপ চৌধুরি,রবীন্দ্রনাথ বর্মন ও তরিকুল ইসলাম নিলয়।নতুন কমিটিতে রয়েছে ৮ সদস্যের একটি কার্যনির্বাহী দল।যার সদস্য হিসেবে আছেন তামিম মিয়া,ওয়াহিদ জামান,এমদাদুল হক প্রমুখ।
অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি আব্দুল্লাহ আল সিফাত বলেন,”ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি ভালবাসা ছিল। পরিবেশ নিয়ে কাজ করাটা আনন্দের। পরিবেশ ভালোবাসি এবং পরিবেশ নিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও করতে চাই । আর বিশ্ববিদ্যালয় হলো পরিবেশ নিয়ে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। অভয়ারণ্য আমাকে এই সুযোগ করে দিয়েছে। অভয়ারণ্যের সাথে দীর্ঘ যাত্রার পর বর্তমানে উক্ত সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আসতে পেরে আমি আনন্দিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সবুজ, পরিচ্ছন্ন ও অরন্য নির্ভর করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ‘প্রাকৃতিক জীব বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে প্রথম গঠিত হয় পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য।সংগঠনটির মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দেওয়া।
Array