বার্তা কক্ষ
20th Mar 2023 1:14 pm | অনলাইন সংস্করণ
জোবায়ের হোসেন রিহান, ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার বালিগাও ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি ২০২৩-২৪ কর্মসূচির আওতায় ১০০ জন দুস্তদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে বালিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার বলেন, আমি যেদিন থেকে দায়িত্ব পেয়েছি ওইদিন থেকে আমার ইউনিয়ন এর উন্নয়নে সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,সদস্যবৃন্দ ও পরিষদের বিভিন্ন কর্মকর্তা৷
Array