জাবি সংবাদদাতা: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ)বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বেলা ১১টায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: একুশ শতকের ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. কামাল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল হক শামীম বলেন,’ বঙ্গবন্ধু প্রজ্ঞা ও দৃঢ় নেতৃত্বে বাঙালি জাতির পিতা হিসেবে আবির্ভূত হয়েছেন।বাঙালির স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি কর্ম গুণে বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন, অম্লান হয়ে থাকবেন চিরকাল।
মুখ্য আলোচক কবি ড. কামাল চৌধুরী বলেন, মার্চ বাঙালির জন্মের মাস। মার্চেই জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। নেতৃত্ব ও দৃঢ়তায় তিনি বাঙালির স্বপ্ন-আকাঙ্খার প্রতীক পুরুষ হয়েছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন একুশ শতকেও প্রাসঙ্গিক। তার জাতীয়তাবাদ ছিলো বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।”
বক্তব্যের শেষে তিনি বঙ্গবন্ধুকে জানতে বঙ্গবন্ধুর রচিত গ্রন্থসমুহ পড়ার জন্য সকলকে আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( চুক্তিভিত্তিক ) রহিমা কানিজ।
Array