একা তালুকদার, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)-তে ৩ দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব শুরু হয়েছে।
‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ শ্লোগানে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়- এর আয়োজনে শুরু হয়েছে ‘২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। উৎসব চলবে আগামী বুধবার (২২ মার্চ) পর্যন্ত। তিন দিনব্যাপী এ নাট্য উৎসবে তিনটি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চস্থ হয় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে হুমায়ূন আহমেদ রচিত নাটক “১৯৭১”। নাটকটির নির্দেশনায় ছিলেন তামিম আল হাসান, পুনঃনির্দেশনায় মোহন চক্রবর্তী।
সংগঠনটির সভাপতি ইশতিয়াক আহমেদ জানান, দ্বিতীয় দিন (২১ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাটক ‘এ মিড নাইট সামার ‘ ও তৃতীয় দিন (২২ মার্চ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষাণ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘লাল সবুজের দেশ’ মঞ্চায়ন হবে।
এই আয়োজন নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, “আজকের এই থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব একটি ভিন্নধর্মী আয়োজন। এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা: হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা৷
উল্লেখ্য, ২০১৯ সালে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ম বারের মত আয়োজন করে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৯’।
Array