এম.মোরছালিন, বরগুনা প্রতিনিধি: বরগুনায় বিভিন্ন সময়ে ভুল চিকিৎসা ও অপ-চিকিৎসার কারণে রোগীদের মৃত্যু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে অভিযানে নামে জেলা প্রশাসন। আজ রোববার বেলা ১১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। বরগুনা সদরের বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় আল রাজি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলোজি ল্যাবে ত্রুটি থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও ফার্মেসী পরিচালনার লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা এবং ল্যাব ও ফার্মেসী বন্ধ করে দেয়া হয়েছে।
সন্ধানী চক্ষু হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় এবং আরও বেশ কিছু ত্রুটি থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও হাসপাতালটি বন্ধ করা হয়েছে। এদিকে আল্লাহর মালিক হাসপাতালটিতে সেবা প্রদানের মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট বলেন- প্রাইভেট ক্লিনিক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যাদের ত্রুটি পেয়েছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযান চলমান রয়েছে।
Array