ajkalerbarta
19th Mar 2023 4:43 pm | অনলাইন সংস্করণ
রহমত উল্লাহ নামে এক কথিত প্রযোজকের বিরুদ্ধে মামলা করার জন্য গতকাল (শনিবার) রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে থানা শাকিব খানের অভিযোগ গ্রহণ করেনি।
রোববার (১৯ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে শাকিব যান বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এই পরিস্থিতির মধ্যে শাকিব খান এবার গেলেন মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়। সেখানে তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।
সূত্রটি জানায়, নায়ক শাকিব খান বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া কথিত ওই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগও ডিবিকে জানায় শাকিব খান।
Array