পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী থ্রি হুইলারে বেপরোয়া গতির মাইক্রোবাস ধাক্কা দেওয়ার ঘটনায় কুমতি রানী রায় (৩০) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। এঘটনায় কাইয়ুম নামে থ্রি হুইলারের অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
মৃত কুমতি রানী উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, থ্রি হুইলারটি দেবীগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে সাকোয়ার উদ্দেশ্যে রওনা হয়। থ্রি-হুইলারটি চুলিয়ার মোড় এলাকায় পৌঁছলে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি পুরোপুরি ও মাইক্রোর সামনের অংশের বাম দিকে দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কুমতি রানী রায়কে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রোবাসটিকে আটক করে পুলিশে খবর দেন। তবে মাইক্রোবাসে চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা।
Array