ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন-প্রবীণের ১ম পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) সকাল পৌনে ৯ টায় আনন্দ র্যালি বের করে বিভাগটি।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে মিলিত হয়। পরে সেখানে বিভাগটির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয় । জানা যায়, বিভাগটির ৩২টি ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
সাধারণ সভায় দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়শেনর সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, এ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এর মহাপরিচালক ড. এম. আব্দুল আজীজ।
এসময় প্রাক্তন শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন পর এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আসতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। এই আনন্দের ভাষা মুখে প্রকাশ করার মতো না। এখানে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, বড় ভাই-বোনদের সাথে দেখা হচ্ছে, অনেক জুনিয়রদের সাথেও দেখা হচ্ছে খুব ভালো লাগছে। এই দিনটি আমাদের জীবনে একটি মাইলফলক হয়ে থাকবে।
Array