বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের দেওয়া হবে উন্নতমানের খাবার।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
খাবারের মধ্যে রয়েছে- পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, মুরগির রেজালা, সালাদ ও আপেল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেলের রোগীদের জন্য উন্নতমানের খাবার ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও স্বাস্থ্যখাত নিয়ে ভাবনা এবং স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠান। এরপর শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও কেক কাটা হবে।
Array