পঞ্চগড় প্রতিনিধি: বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্স্তপবক অর্পণ করেন , পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,বীরমুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে সেখানে বঙ্গবন্ধুসহ শহীদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে একশ তিন পাউন্ডের কেক কাটেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে শিশুসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Array